দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ। সন্ধ্যা ৭টার একটু আগে একটি গাড়িতে বিস্ফোরণ বলে খবর। তবে কী ভাবে ওই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এর নেপথ্যে নাশকতার ষড়যন্ত্র আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।
ঘটনাচক্রে, সোমবারই দিল্লির অদূরে ফরিদাবাদে এক ভাড়াবাড়িতে সোমবার হানা দেয় হরিয়ানা এবং কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। উদ্ধার করা হয় ৩৬০ কেজি বিস্ফোরক এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র। ২০টি বোমার টাইমার, রিমোট এবং ওয়াকিটকিও ছিল ওই বিস্ফোরকের সঙ্গে। ফরিদাবাদের ঘটনার পর বিবৃতি দিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে জইশ জঙ্গিদের যোগ রয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে দিল্লি বিস্ফোরণের যোগ রয়েছে কি না, এখনও তা স্পষ্ট নয়।