ধর্ম পরিচয় মানেনি বিস্ফোরণ, দিল্লিতে নিহতের তালিকায় রিকশাচালক থেকে ছোট দোকানদার
অন্তত ১২ জনের মৃত্যু দিল্লির বিস্ফোরণে। তার মধ্যে অন্তত পাঁচ জন উত্তরপ্রদেশের।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৯:২১
Share:
Advertisement
এনআইএ-র তদন্ত চলছে। দিল্লি বিস্ফোরণের জাল খুলতে এখনও অনেক অপেক্ষা বাকি। কিন্তু যে অপেক্ষা আর কোনও দিন শেষ হবে না? আর বাড়ি ফেরা হবে না যাঁদের? দিল্লি বিস্ফোরণ কেড়ে নিয়েছে ১২টি পরিবারের প্রিয়জনকে। অধিকাংশই খেটে খাওয়া মানুষ। পরিবারের একমাত্র রোজগেরে।