বোন রক্ত দেন, দাদার দেহ শনাক্তের কাজে। ডিএনএ-র পরীক্ষার পর নমুনা মিলে গিয়েছে। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। রাজকোটে রূপাণীর শেষকৃত্য। কাকার অন্ত্যেষ্টিতে কলকাতা থেকে পৌঁছন ভাইপো শৈলেশ রূপাণী। কফিনে মোড়া দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী।