Durga Puja

চাকরিহারা সুবলের ব্রেন স্ট্রোক, তছনছ পরিবার, কান্না চেপে মেয়েকে আগলে বসে একা মা

চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে পরিচিত মুখ। পশ্চিম মেদিনীপুরের সুবল সোরেন। ব্রেন স্ট্রোকে মৃত্যু। প্রয়াত স্বামীর জীবনস্মৃতি সম্বল করে বসে আছেন সুবলের স্ত্রী। বিষণ্ণ প্রতিমা— একজন একা মা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮
Share:
Advertisement

যা ছিল, সব যেন আগের মতোই আছে। ধুলোপথে গেরস্থালির গন্ধ। লতানে পুঁইমাচায় গড়িয়ে গড়িয়ে চলেছে গ্রামের জীবন। শান্ত। নিস্তরঙ্গ। জীবনের কোথাও কিছু কম পড়েছে, এমন লক্ষণ নেই। নেই শুধু সুবল সোরেন। পশ্চিম মেদিনীপুরের ‘সরকি সমাট’গ্রাম থেকে উঠে আসা শিক্ষক সুবল। চাকরি হারিয়েছিলেন— একদিন, অকস্মাৎ। ছিলেন আন্দোলনের পরিচিত মুখ। ব্রেন স্ট্রোকে সব শেষ। আগমনী আলোয় স্নান করছে প্রকৃতি। সুবলের ঘরে তবু মেঘলা বিষাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement