২০২০-২০২১ সাল। কৃষক আন্দোলনে তখন মুখর দেশ। প্রস্তাবিত কৃষি আইনের বিরুদ্ধে এককাট্টা কৃষকেরা। সেই প্রতিরোধে শামিল হয়েছিলেন মহিন্দর কৌরও। আর তাঁকে দেখেই মোক্ষম ভুল করে বসেন কঙ্গনা। অভিনেত্রীর মনে হয়েছিল, মহিন্দরই বুঝি ‘শাহিনবাগের দাদি’ বিলকিস। টুইট করে বলেছিলেন— টাকা দিলেই এঁদের প্রতিবাদমিছিলে পাওয়া যায়। শুরু হয় বৃদ্ধার সম্মানরক্ষার লড়াই। বছর পাঁচেক পরে সেই ঘটনায় বৃদ্ধার কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন অধুনা সাংসদ কঙ্গনা রানাউত।