জরুরি অবস্থা জারির পরের ঘটনা। সরকারি প্রকল্পের ঢালাও প্রচারে বলিউডের সুপারস্টারদের মুখ কাজে লাগায় সরকার। ‘গীতোঁ ভরি শাম’— দূরদর্শনের যে অনুষ্ঠানে রাহুল দেব বর্মন, আশা ভোঁসলেরা অংশ নেন। অভিনেতা দিলীপ কুমার নির্বীজকরণের সমর্থনে কথা বলেন। কিশোর কুমারকেও অংশ নিতে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কিশোর প্রস্তাব ফিরিয়ে দেন। সরকারি কোপে পড়েন। দূরদর্শন, বেতারে কিশোরের গান নিষিদ্ধ হয়। কিশোরের রেকর্ড বাজার থেকে তুলে নিতে বলা হয়।