‘মন কী বাত’-এ মিনি ব্রাজিলের কথা বলেছেন মোদী। এই গ্রাম থেকে প্রায় ৮০ জন ভারতের জাতীয় স্তরে ফুটবল খেলেছেন। প্রায় ৪ প্রজন্ম ধরে ফুটবল খেলছে ‘মিনি ব্রাজ়িল’। গ্রামের ৪ ফুটবলারকে নিজের দেশে আমন্ত্রণ জানিয়েছেন জার্মান কোচ। মিনি ব্রাজিলের খেলোয়াড়েরা প্রশিক্ষণ নেবে সেখানে।