আরজি কর থেকে পাশঁকুড়া। মত্ত অবস্থায় সরকারি হাসপাতালে ঢুকে খুন-ধর্ষণ। কখনও অবৈধভাবে টাকা তোলা। সবেতেই নাম জড়ায় সিভিক ভলান্টিয়ারের। আরজি কর আবহে নিয়োগ, ক্ষমতা, বেতন নিয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিরোধীদের মতে, শাসক দলের নেতাদের পৃষ্ঠপোষকতায় চাকরি পাওয়ার কারণেই সিভিক পুলিশদের এত দাপট।