শাহরুখের হাতে হিরে-চুনি-পান্না বসানো বাঘ-মুখের ছড়ি, মা ও সন্তানের হৃদয়ের মেলবন্ধন বোঝাতে ‘ব্রেভ হার্টস’ নামক পোশাকে কিয়ারা, পাগড়ি পরে ‘দিল’ জিতলেন দিলজিৎ।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ২১:৪৩
Share:
Advertisement
নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটান মিউজ়িয়াম অফ আর্টের রক্ষণাবেক্ষণের জন্য আয়োজিত ফ্যাশন প্রদর্শনী মেট গালা। আন্তর্জাতিক স্তরের ফ্যাশন মঞ্চে কোন তারকারা লাল গালচেয় হাঁটলেন, সে দিকে নজর থাকে সবার। রইল তারই ঝলক ।