১৯৭৬ সাল। তৈরি হয় সারকারিনা থিয়েটার বা সার্কেল এরিনা থিয়েটার। এমন এক মঞ্চ, বাংলা তো বটেই দেশের মধ্যেও যা নজিরবিহীন। ঘড়ির কাঁটার মতো ঘুরতে পারত এই থিয়েটারের মঞ্চ, ক্রেনের মতো উপরে-নীচে উঠত নামত, ঠিক যেন সিনেমার সেট। অত্যাধুনিক প্রযুক্তির এ’রকম মঞ্চ এশিয়ার আর কোথাও ছিল না।