‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে নয়া মোড়। রানির স্বামী রমাকান্তের মৃত্যু হয়েছে। মন খারাপ মা সন্ধ্যামণির। রানির শাশুড়ির চরিত্রে অর্পিতা মুখোপাধ্যায় আর ননদ পরমেশ্বরীর চরিত্রে প্রিয়াঙ্কা মিত্র। শুটিংয়ের ফাঁকে মজার আড্ডায় প্রতিপক্ষ দুই চরিত্র মুখোমুখি।