গাজ়ার ৮৬ শতাংশ জমিই ইজ়রায়েলি দখলে। বাকি অংশেরও পুরোপুরি দখল চায় ইজ়রায়েল। নেতানিয়াহুর দাবি, গাজ়া থেকে হামাসকে তাড়াতেই এই সিদ্ধান্ত। কিন্তু সশস্ত্র গোষ্ঠীকে বাগে আনতে গিয়ে লক্ষ লক্ষ নিরস্ত্র প্যালেস্টাইনিকেও উৎখাত করতে হবে? ইজ়রায়েলের সিদ্ধান্তের বিরোধিতায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড-সহ বেশ কয়েকটি দেশ।