জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, জার্মানি — এইসব দেশের গড় জন্মহার এখন ১.৪ বা তারও কম। যেখানে টিকে থাকতে হলে প্রয়োজন কমপক্ষে ২.১। আর্থিক অনিশ্চয়তা বিশ্বজুড়ে প্রজনন স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাগুলির একটি। দক্ষিণ কোরিয়ায় ৫৮ শতাংশ মানুষ বলেছেন তাঁরা পিতামাতা হওয়ার খরচ বহন করতে পারে না। থাইল্যান্ড, আমেরিকা এবং ভারতেও এটি একটি উল্লেখযোগ্য সমস্যা।