নব্বই দশকের ‘হিরো নম্বর ওয়ান’ এ বার চর্চার কেন্দ্রে। তাঁর ৩৭ বছরের বিবাহিত জীবন নিয়ে শোরগোল বলিপাড়ায়। কথা হচ্ছে বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। দীর্ঘদিন একে অপরের পাশে থেকেছেন, সুখী দম্পতি হিসাবেই মনে করা হত তাঁদের। তবে এবার আলগা হচ্ছে সুতো।