‘সকারের মোৎজ়ার্ট’ কিংবা ‘মিরাকল ফ্রম গড’— বিশেষণে তাঁকে যতই বাঁধার চেষ্টা করা হোক না কেন, তাঁর সম্পর্কে সার কথাটি বলেছেন ‘গুরু’ পেপ গুয়ার্দেওয়ালা। বলেছেন, ‘ওর সম্পর্কে লিখতে যাবেন না। ওকে বর্ণনাও করতে যাবেন না। স্রেফ ওর দিকে তাকিয়ে থাকুন।’ মেসি নিঃসন্দেহে বিশ্ববাসীর কাছে তাকিয়ে থাকার সুখ। তবে তা শুধু এক জন ফুটবলশিল্পীর দিকে তাকানো নয়। মানুষ হিসাবেও মেসি কেবলই বিস্ময়ের জন্ম দেন।