এয়ার ইন্ডিয়ার অহমদাবাদ-লন্ডন গ্যাটউইক বিমানে সব মিলিয়ে মোট ২৪২ জন সওয়ারী ছিলেন। যার মধ্যে এক জন যাত্রী বেঁচে গিয়েছেন। অধিকাংশ দেহ পুড়ে তালগোল পাকিয়ে গিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। আনন্দবাজার ডট কম কথা বলল তাঁর ভাইপো শৈলেশ রূপাণীর সঙ্গে।