হাকিমপুর বিএসএফ চেকপোস্ট। রোজ সেখানে ভিড় জমাচ্ছেন ‘অবৈধ ভাবে’ ভারতে আসা বাংলাদেশিরা। এসআইআর কি সেটা জানেন না অনেকেই। সরকার নাকি ‘ডকুমেন্ট’ দেখতে চাইছে, সে সব নেই বলেই তড়িঘড়ি দেশে ফিরে যাচ্ছেন তাঁরা। এখানে কী করতেন? কোথায় থাকতেন? হাকিমপুর চেকপোস্টে আনন্দবাজার ডট কম।