রাজনীতি চলছে নিজের ছন্দে। চলছে এসআইআর শুনানিও। সব কিছুর মধ্যে সত্যি শুধু এই— হালিশহরের প্রবীণ বাসিন্দা রত্না চক্রবর্তী আর নেই। বয়সজনিত অসুস্থতা না কি এসআইআর আতঙ্কে মৃত্যু? টানাপড়েনের সেই প্রশ্ন শুধু লেগে আছে তাঁর ‘বিচিত্রা আবাসন’-এর দেওয়ালে।