৪৫ ডিগ্রি ছাড়াল দিল্লির তাপমাত্রা। চরম সতর্কতা রাজধানীতে। রাজস্থানেও আগামী তিন দিনের জন্য চরম সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা ৪৭ ডিগ্রির বেশি । পঞ্জাব-হরিয়ানার দক্ষিণ অংশেও তাপমাত্রা ৪৭ ছুঁতে পারে। পাহাড়ি এলাকাগুলিতেও স্বস্তির আশা নেই। শিমলা ও মানালিতে গিয়েও হতাশ পর্যটকেরা। সেখানেও তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।