ছটফটে পোষ্যেরা ভয়ে কুঁকড়ে, পালাবার পথ নেই। শব্দের হাত থেকে নিস্তারও নেই। কুকুর, বিড়াল, পাখি— সকলেই বিপদে। যাঁদের পোষ্য আছে, তাঁরা এ অবস্থার ভুক্তভোগী। এমনকি কেউ কেউ শব্দবাজির দৌরাত্ম্যে হারিয়েছেন প্রিয় পোষ্যকেও। আলোর উৎসবের এই অন্ধকার কি মোছা সম্ভব হবে?