পুলিশ কি শুধু চোর ধরে? পুলিশ খুদেদের পড়াও ধরে, থানায় ‘বারান্দায় রোদ্দুর’-এর পাঠশালা
হাওড়া সিটি পুলিসের মহিলা থানার আইসি-সহ তিন জন আধিকারিক পালা করে ক্লাস নেন বাচ্চাদের। ক্লাস করান সিভিক ভলান্টিয়ারও।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৬:০৭
Share:
Advertisement
২০২৪ সালের ১১ মার্চ। হাওড়া পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী ‘বারান্দায় রোদ্দুর’ স্কুলের উদ্বোধন করেন। হাওড়া সিটি পুলিসের মহিলা থানার বারান্দায় চলছে ক্লাস। পড়াশোনা শিখছে স্কুলছুট শিশুরা। ছাত্রছাত্রী সংখ্যা ৫৪। স্কুলের নাম ‘বারান্দায় রোদ্দুর’।