আট বছর আগে চালু হওয়া পণ্য পরিষেবা করের কাঠামোয় যে গলদ ছিল, তা নিয়ে সরব ছিলেন বিরোধীরা। কর্ণপাত করেনি কেন্দ্র। অবশেষে ভোটের মুখে মধ্যবিত্তকে স্বস্তি দিতে সংশোধনের পথই মেনে নিল কেন্দ্র। ২০২৪-এর লোকসভায় মধ্যবিত্তের রাগ বেগ দিয়েছিল বিজেপিকে। সামনে একাধিক রাজ্যে বিধানসভা ভোট। সে দিকে তাকিয়েই কি মধ্যবিত্তকে স্বস্তি দিতে উদ্যোগ কেন্দ্রের?