Shubhanshu Sukla

খাওয়া থেকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, সবই মহাকাশে, কী ভাবে সামলান শুভাংশুরা?

খাওয়া, প্রাতঃকৃত্যের অদ্ভুত নিয়ম মহাকাশে। মূত্র শুদ্ধিকরণ করেই পানীয় জল পান নভশ্চরেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৮:০২
Share:
Advertisement

শিব ঠাকুরের আপন দেশ না হোক, মহাকাশে থাকার নিয়ম-কানুনও বেশ বিদঘুটেই। খাবার বলতে মূলত ‘প্যাকেজ়়ড ও প্রসেসড ফুড’। যা থাকে ডি-হাইড্রেট অবস্থায়। চা-কফিও তাঁদের সঙ্গে থাকে, তবে গুঁড়ো অবস্থায়। স্পেশ স্টেশনগুলোতে আছে ‘ওয়াটার রিকভারি সিস্টেম’। এই প্রযুক্তিতে মহাকাশচারীদের মূত্র, ঘাম শুদ্ধিকরণ করা হয়। এমনকী নিঃশ্বাস-প্রশ্বাসের আর্দ্রতা থেকেও সংগ্রহ করা হয় জল। প্রাতঃকৃত্য ও মল রাখার জন্যও আছে বিশেষ নিয়মকানুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement