শিব ঠাকুরের আপন দেশ না হোক, মহাকাশে থাকার নিয়ম-কানুনও বেশ বিদঘুটেই। খাবার বলতে মূলত ‘প্যাকেজ়়ড ও প্রসেসড ফুড’। যা থাকে ডি-হাইড্রেট অবস্থায়। চা-কফিও তাঁদের সঙ্গে থাকে, তবে গুঁড়ো অবস্থায়। স্পেশ স্টেশনগুলোতে আছে ‘ওয়াটার রিকভারি সিস্টেম’। এই প্রযুক্তিতে মহাকাশচারীদের মূত্র, ঘাম শুদ্ধিকরণ করা হয়। এমনকী নিঃশ্বাস-প্রশ্বাসের আর্দ্রতা থেকেও সংগ্রহ করা হয় জল। প্রাতঃকৃত্য ও মল রাখার জন্যও আছে বিশেষ নিয়মকানুন।