মধ্যপ্রদেশের ধুলারি গ্রাম। উপজাতি সম্প্রদায়ের মানুষের বাস। ৩ কিমি দূরে হেঁটে গিয়ে নোংরা জল এনেই কোনক্রমে প্রাণধারণ গ্রামবাসীদের। কেন্দ্রের ‘জল জীবন মিশন’-এর দৌলতে জলের ট্যাঙ্কও বসেছিল গ্রামে। পাইপলাইন, ঘরে ঘরে কলের ব্যবস্থা। আয়োজনে ত্রুটি ছিল না। খরচ হয়েছিল প্রায় ১২০ লক্ষ টাকা। তবে লাভের লাভ কিছুই হয়নি। জল পাননি গ্রামবাসীরা।