পহলগাঁও হানার পর ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। শুরু হয় সীমান্ত সংঘর্ষ। তবে দিন তিনেকের সেই সংঘর্ষে শুধু পাকিস্তানেরই মোকাবিলা করেনি ভারত। একটাই লড়াই হলেও, প্রতিপক্ষ তিন দেশ। দাবি ভারতীয় সেনা আধিকারিকের।