দেশের মাখানা উৎপাদনের প্রায় ৮৫ শতাংশই আসে বিহার থেকে। সে রাজ্যে প্রায় ৫ লক্ষ মাখানা চাষি। অধিকাংশেরই নিজের জমি নেই। নামমাত্র দিনমজুরিতে খাটেন ভাগচাষি আর কারিগরেরা। তাতে পেট চলে না। তাই পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে পাড়ি দিতে হয় রোজগারের ধান্দায়। যাঁদের ঘামের ফসলে ভোটের আঁক কষা চলছে, সেই মাখানা উৎপাদকেরা চাইছেন তাঁদের কথা মন দিয়ে শুনুন নেতারা।