Bihar Poll

লাভের গুড় খায় ব্যবসায়ীরা, আছে ভোটের আঁক কষা, মাখানা চাষিদের দুর্দশার কথা শুনবে ভোটের বিহার?

বিহারে মাখানা চাষিদের অধিকাংশই অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির। সেই ভোটব্যাঙ্ক কব্জা করতে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী দু’পক্ষই।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:০৮
Share:
Advertisement

দেশের মাখানা উৎপাদনের প্রায় ৮৫ শতাংশই আসে বিহার থেকে। সে রাজ্যে প্রায় ৫ লক্ষ মাখানা চাষি। অধিকাংশেরই নিজের জমি নেই। নামমাত্র দিনমজুরিতে খাটেন ভাগচাষি আর কারিগরেরা। তাতে পেট চলে না। তাই পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে পাড়ি দিতে হয় রোজগারের ধান্দায়। যাঁদের ঘামের ফসলে ভোটের আঁক কষা চলছে, সেই মাখানা উৎপাদকেরা চাইছেন তাঁদের কথা মন দিয়ে শুনুন নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement