প্রথমে ভারত-বিদ্বেষে চিনের মন জয়ের চেষ্টা। আর তার পর শি জিনপিংয়ের পায়ে বাংলাদেশকে সঁপে দিয়ে আসা। ব্রিটিশ আমলে তৈরি ঈশ্বরদি, ঠাকুরগাঁও, শমশেরনগর, কুমিল্লা এবং বোগরা বিমানবন্দর চিনাদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন মুহাম্মদ ইউনূস। সরকারি বিবৃতিতে না থাকলেও চিন-বাংলাদেশের মধ্যে কথা হয়েছে রংপুরের লালমণিরহাট বিমানবন্দর নিয়েও। সামরিক কাজে ব্যবহৃত হবে? না কি লালমণিরহাটকে নতুন করে ঢেলে সাজিয়ে শুরু হবে অসামরিক বিমান পরিষেবা? খোলসা করেনি বাংলাদেশ। শোনা যাচ্ছে, চিনের সঙ্গে হাত মিলিয়ে লালমণিরহাটে কাজ করবে পাকিস্তান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং ইটালি।