ভারত-পাকিস্তানের সীমান্তে উত্তেজনার মধ্যেই বাংলাদেশের উস্কানি। সমাজমাধ্যমে ভারত-বিরোধী পোস্ট মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ, বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন প্রধান ফজলুর রহমানের। অসম, অরুণাচল, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে ভারত থেকে আলাদা করে দিতে হবে। প্রয়োজনে সাহায্য নিতে হবে চিনের। অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের মুখে চিন-বাংলাদেশ যৌথ সামরিক অভিযানের উস্কানি। এরই মধ্যে বাংলাদেশের সেনাকে যুদ্ধের আগাম প্রস্তুতি নিতে বললেন মুহাম্মদ ইউনূস।