বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর ভারতের প্রথম প্রতিক্রিয়া। প্রতিবেশী হিসাবে চিন্তিত, জানালেন বিদেশ সচিব রণধীর জয়সওয়াল। কোনও দলকে নিষিদ্ধ করতে হলে যে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে তা করতে হয়, মুহাম্মদ ইউনূসের সরকার তা করেনি। বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক পরিসর সঙ্কুচিত করা হল, সরকারি প্রতিক্রিয়া ভারতের। বাংলাদেশে দ্রুত নির্বাচন করানো হোক এবং তা নিরপেক্ষ হোক— বক্তব্য বিদেশ সচিবের।