মাঝ আকাশে যাত্রীদের মৃত্যভয়। ঝড়ে বেসামাল বিমান। তুমুল শিলাবৃষ্টি। হাওয়ার গতি ঘণ্টায় ৭৯ কিলোমিটার। ভয়াবহ দুর্যোগ, খারাপ আবহাওয়ার কবলে দিল্লি-শ্রীনগর গামী বিমান। মাঝ আকাশে বিপজ্জনক ভাবে বিমান দুলতে শুরু করে। শ্রীনগর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন পাইলট। জরুরি অবতরণের কথা বলেন। শিলার আঘাতে বিমানের ‘নাক’ ভেঙে যায়।