Motivational Story

দুর্ঘটনায় বাদ গিয়েছে দু’টো হাত, তবু জারি লড়াই, বিনা কলমেই পরীক্ষায় বসবে জিয়ানুল!

২০২৩ সালের ২৫ অক্টোবর মহেশতলার দুর্ঘটনায় বাদ যায় জিয়ানুলের দু'টো হাত। জিয়ানুল এ বছরের সিবিএসই বোর্ডের পরীক্ষার্থী।

প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ: শুভদীপ সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মহেশতলা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ১৯:৪৬
Share:
Advertisement

মহম্মদ জিয়ানুল মোল্লা মহেশতলার বাসিন্দা। স্কুল বিবিআইটি। এ বছর জিয়ানুলের সিবিএসই বোর্ডের পরীক্ষার্থী। খাতায় কলমে প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগেই। তবে দুর্ঘটনা জীবনে নিয়ে এসেছে আরও বড় পরীক্ষা। দুর্ঘটনায় বাদ গিয়েছে দু'হাত। তবু হাল ছাড়ে নি সে। এই পরীক্ষায় দৃঢ় মানসিকতাই জিয়ানুলের এগিয়ে চলার একমাত্র সম্বল। ও নাকি অঙ্কে ভয় পায়! পরীক্ষার খাতায় অঙ্ক মেলাতে পারবে জিয়ানুল? তা বলবে সময়ই। তবে দৃষ্টান্ত হয়ে থেকে যাওয়ার যে লড়াইয়ে এক কদম এগিয়ে থেকে জিয়ানুল শুরু করেছে, সেই গল্পটাই তুলে ধরল আনন্দবাজার অনলাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement