জাতপাতের দক্ষিণে, বামেরা শামিল বিবাহ অভিযানে। ভিন্জাতের বিয়েতে সামাজিক বাধা এলে, পার্টি অফিসই হবে ছাঁদনাতলা। কাস্ট নয়, ক্লাস। জাতের বজ্জাতি ছেড়ে শ্রেণিসাম্যেই মন ছিল বামেদের। তবে দিন বদলেছে। ভারতে ফুলেফেঁপে উঠেছে দক্ষিণপন্থা। জাত-ধর্মের রাজনীতির রমরমা। চলতি হাওয়ার পন্থী হয়ে বামেরাও কি তবে ক্লাস ছেড়ে এখন কাস্টের পথে?