দিন বারোর যুদ্ধের পর অবশেষে বিরতি। ইরান বনাম ইজ়রায়েল। নেতানিয়াহু পাশে পেয়েছিলেন ট্রাম্পকে। ইরানের পাশে কোন দেশ? রাশিয়া বা চিন, পশ্চিম এশিয়ার যুদ্ধে কী অবস্থান নেয়? বিশ্ব রাজনীতিতে কি ইরান কোণঠাসা? তাই কি যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় খামেনেইয়ের দেশ?