দমদম বিমানবন্দর থেকে মাত্র ১৫০ মিটারের মধ্যে মেট্রো! ২০১৯ সালে পরিকল্পনার শুরু। ঠিক হয় ২০২১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। সময় লাগল ৬ বছরের উপরে। প্রকল্প তৈরিতে বিমান চলাচলে কোনও রকম ভাবে প্রভাব পড়েনি। মাটির নীচে জলের প্ল্যান্ট সরানো হয়। এর পর জমি জটের সমাধান। শেষ পর্যন্ত দিনের আলো দেখে স্বপ্নের প্রকল্প। কলকাতা মেট্রোর এই হলুদ লাইনের জন্য খরচ হল— কম বেশি ১,৮০০ কোটি টাকা।