Durga Puja 2022

শতাব্দীপ্রাচীন রীতি মেনে দুবরাজপুরে পালিত ‘জয়তারা’ উৎসব

সন্ধি পুজোর পরে মহাষ্টমীর বলিদান প্রথার পর অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে জয়ের আনন্দে মেতে ওঠে সাধারণ মানুষ।এই উৎসবের নাম 'জয়তারা' উৎসব।

নিজস্ব সংবাদদাতা
দুবরাজপুর শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ২০:৩২
Share:
Advertisement

বীরভূমের দুবরাজপুরে প্রতি বছর সন্ধিপুজোর পরে মহাষ্টমীর বলি হয়। তার পরেই অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে জয়ের আনন্দে মেতে ওঠেন সাধারণ মানুষ। উৎসবের নাম ‘জয়তারা’।

এই উৎসবে শিশু থেকে বৃদ্ধ— সকলেই সামিল হয়। টাঙ্গি, দা, ঢাল, তরোয়াল, বল্লম, ত্রিশূল— নানা অস্ত্রশস্ত্র হাতে নিয়ে শোভাযাত্রায় নাচতে নাচতে এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপে যেতে থাকেন উল্লাসে।

Advertisement

কথিত, অসুর বধের পর দেবতারা জয়োল্লাস করেন। সেই সময় দেবতারা হাতে অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন। সেই ঘটনারই প্রতীক হিসাবে দুবরাজপুরে প্রতি বছর ‘জয়তারা’ উৎসব পালিত হয়।তবে এই উৎসব কবে, কে প্রচলন করেন বা কবে থেকে এর সূচনা, তা জানা নেই কারও।এই রকম ভাবে অস্ত্র নিয়ে সাধারণ মানুষকে বেরোতে দেখা যায় রামনবমী, বা হনুমান জয়ন্তীর দিন। মুসলিমরাও অস্ত্র নিয়ে পথে শোভাযাত্রা করেন মহরমের দিন। ‘জয়তারা’ উৎসব দেখার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম ঘটে দুবরাজপুরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement