ডিসেম্বরের আগেই হাড়কাঁপানো ঠান্ডা জম্মু-কাশ্মীরে। এখনও বাকি ‘চিল্লাই কালান’। অর্থাৎ কাশ্মীরের শীতলতম ৪০ দিন। তার আগেই শীতের চাদরে ঢেকেছে ডাল লেক। নেই পর্যটকদের চেনা ভিড়ও। বাইরে বেরোতে হলে সঙ্গে রাখতে হচ্ছে কাঙড়ি বা জ্বলন্ত কয়েলা বোঝাই পাত্র।