পুজোয় গমগম করত, আগুনে সব শেষ, দুর্ঘটনার তিন মাস পরে কেমন আছে অরফ্যানগঞ্জ বাজার
পুজোর আনন্দ বাংলা জুড়ে। যদিও হাসি ফোটেনি খিদিরপুরের ব্যবসায়ীদের মুখে।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৭
Share:
Advertisement
১৬ জুন, ২০২৫। আগুনের গ্রাসে খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজার। মাস তিন পেরিয়েছে। অবস্থা কি আদৌ ফিরেছে? পুজোর দিনে ‘সব হারানো’ ব্যবসায়ীদের কথা শুনল আনন্দবাজার ডট কম।