রাফালের ভারতীয়করণ! হায়দরাবাদে তৈরি হবে রাফাল যুদ্ধবিমান। সব ঠিকঠাক থাকলে কাজ শুরু হবে ২০২৮ সাল থেকে। চুক্তি করল ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এবং ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। প্রতি মাসে রাফালের কম করে দু’টি ধাঁচা তৈরি হবে। এতে ভারতের কী লাভ?