তেজস এমকে-ওয়ান-এ। দাম কম-বেশি সাড়ে ৩০০ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারের বাকি প্রতিযোগীদের থেকে যা তুলনায় অন্তত ৩০ শতাংশ সস্তা।
হাজারেরও বেশি উড়ান। ঘণ্টার পর ঘণ্টা সচল থাকার পরও বড় কোনও দুর্ঘটনার আশঙ্কা থাকে না। এটি একটি নিরাপদ যুদ্ধবিমান। এটাই তেজসের সবচেয়ে বড় শংসাপত্র। নাসিকে যুদ্ধবিমান তৈরির কাজ প্রায় শেষ। জুনের মধ্যে বায়ুসেনাকে অত্যাধুনিক তেজস দিতে চলেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড।