স্বাধীনতার ২৮ বছর পর্যন্ত দেশের অংশই ছিল না, কী ভাবে ৩০ মিনিটে ভারতের রাজ্য হল সিকিম?

তিনশো বছর রাজত্বের পর সিকিমে চোগিয়াল শাসনের ইতি হয় ১৯৭৫ সালে। ইন্দিরা গান্ধীর আমলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৯:৩৬
Share:
Advertisement

পূর্ব-পশ্চিমে নেপাল-ভুটান। উত্তরে চিন। তিন সীমান্ত দিয়ে ঘেরা সিকিম ভারতের আন্তর্জাতিক সীমান্তের প্রাচীর। স্বাধীনতার ২৮ বছর পর্যন্ত এই রাজ্য ভারতের অংশই ছিল না!

সিকিমের জন্ম ১৬৪২ সালে। সেই সময় থেকেই রাজার শাসন। প্রথম রাজা ফুংসুং নামগিয়াল। তিনশো বছর রাজত্বের পর চোগিয়াল শাসনের ইতি হয় ১৯৭৫ সালে, ইন্দিরা গান্ধীর আমলে। এখন সিকিমে ৬টি জেলা। ১৬টি উপজেলা। রাজধানী গ্যাংটক। জনসংখ্যা ৬ লক্ষের কিছু বেশি। মূলত লেপচা, নেপালি এবং ভুটিয়ারাই সিকিমের অধিবাসী। স্বাক্ষরতার হার কম করে ৮১ শতাংশ। পরিবেশবান্ধব সিকিম দেশের প্রথম রাজ্য যেখানে প্লাস্টিক ব্যবহার হয় না। ২০১০ সালে একশো শতাংশ প্রাকৃতিক রাজ্যের তকমা পায় সিকিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement