রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র জমা দিলেন নতুন বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। মুস্তাফিজুর রহমানের বদলির ৮ মাস পর ভারতে রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশ হাইকমিশনার করে পাঠাল মুহাম্মদ ইউনূসের নেতৃ্ত্বাধীন অন্তর্বতী সরকার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫তম ব্যাচের সদস্য। অতীতে ভারত এবং আমেরিকায় বাংলাদেশ মিশনের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাঠমাণ্ডুতে সার্ক সচিবালয়ে ডিরেক্টর হিসাবেও কাজ করার অভিজ্ঞতা আছে রিয়াজ হামিদুল্লাহের। বাংলাদেশ হাইকমিশনার হিসাবে ভারতের আগে শ্রীলঙ্কায় কাজ করেছেন। নেদারল্যান্ডসে বাংলাদেশ অ্যাম্বাসাডর ছিলেন রিয়াজ হামিদুল্লাহ।