আলিপুর পুলিশ কোর্টে কসবার গণধর্ষণ মামলার শুনানি। সওয়াল পাল্টা সওয়াল। তিন অভিযুক্ত ‘জে’, ‘এম’ এবং ‘পি’-কে নিয়ে আদালতে তথ্য পেশ সরকার পক্ষের আইনজীবীর। সেদিন ঠিক কী ঘটেছিল? অত্যাচারের বিবরণ শুনল আদালত।