পথকুকুরদের নিয়ে সমস্যা আছে বটে, তবে পথকুকুরেরা নিছক সমস্যা নয়। তাদের নিয়ে তাই বিশেষ ভাবনা কলকাতা পুরসভার। এখন দু’টি ‘ডগ পাউন্ড’ আছে শহরে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভাবনা নতুন আবাস তৈরির। সেখানে খাঁচায় বন্দি নয়, খোলা পরিবেশে স্বাধীন ভাবেই থাকতে পারবে পথকুকুরেরা। দীর্ঘ দিন মানুষের পাশাপাশি বাস পথকুকুরদের। পুরসভার উদ্যোগ যেন মনে করিয়ে দিচ্ছে সেই সহাবস্থানের কথাই।