কলকাতাকে তিনি থমকে যেতে দেন না। এ শহরের ঘড়িবাবু— স্বপন দত্ত। শুধু শহর কলকাতা নয়। স্বপনের হাতযশে বেঁচেবর্তে রয়েছে দেশের নানা প্রান্তের সাহেবি ক্লক টাওয়ারেরা। হরিদ্বারের হর কি পৌরি বা গোয়ার ভাসকো ক্লক টাওয়ার যেমন। এমনকি পড়শি দেশেও ব্রিটিশ আমলের ঘড়ির প্রাণ ফেরাতে ডাক পড়ে কলকাতার ঘড়ির ডাক্তার স্বপন দত্তের।