খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে নাক উড়ে গিয়েছে বিমানের। তবে সব যাত্রীকে সুস্থ অবস্থায় শ্রীনগরে নামানো গেছে। ডিসিজিআইয়ের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক ভাবে পাইলট পশ্চিম দিকে আন্তর্জাতিক সীমান্তের দিকে সরে যাওয়ার অনুমতি চান। কিন্তু তা করতে দেওয়া হয়নি। এর পর লাহৌর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। বিপদ এড়াতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়। লাহৌর এটিসি অনুমতি খারিজ করে দেয়। তারপর বাধ্য হয়ে শিলাবৃষ্টির মধ্যেই বিমান নিয়ে যেতে বাধ্য হন পাইলট।