স্পেনে পথ দুর্ঘটনায় মৃত্যু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ দিয়োগো জোতার। ২৮ বছর বয়সী তারকা স্ট্রাইকারের মৃত্যুর খবরে শোক ফুটবল দুনিয়ায়। ২২ জুন বান্ধবী রুতে কার্দোসোর সঙ্গে বিয়ে। তার ঠিক বারো দিনের মাথায় জোতার মৃত্যু। আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনার কবলে পরেন পর্তুগিজ ফুটবলার। সঙ্গে ছিলেন ভাই আন্দ্রে সিলভা। দুর্ঘটনায় জোতা-সহ তাঁর ভাই ২৬ বছরের আন্দ্রেরও মৃত্যু হয়েছে।