ক্ষমতায় থাকতে থাকতে বন্দি হন মাদুরোর গুরু চাভেজ়ও, আঙুল উঠেছিল বুশের আমেরিকার দিকে
২০০২ সালের এক রাতে বন্দি করা হয় ভেনেজ়ুয়েলার আগের প্রেসিডেন্ট উগো চাভেজ়কে।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ২১:৫২
Share:
Advertisement
রাতের আঁধারে হানা। বন্দি নির্বাচিত প্রেসিডেন্ট। মাদুরোই প্রথম নন ভেনেজ়ুয়েলার ইতিহাসে। তাঁর রাজনৈতিক গুরু এবং প্রাক্তন প্রেসিডেন্ট উগো চাভেজ়ও ক্ষমতায় থাকতে থাকতেই বন্দি হন।