মহেন্দ্র কুমার শর্মা। ১৯৭৩ সালে তিনিই প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম মহিলা ক্রিকেট অ্যাসোসিয়শন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দায়িত্ব নেওয়ার আগে টানা ৩২ বছর দেশের মহিলা ক্রিকেটের নিয়ন্ত্রক ছিল উইমেনস ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। পাঁচ বছর সেক্রেটারি থাকার সময় মহেন্দ্র কুমার শর্মার নেতৃত্বেই ভারতে আয়োজিত হয় মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। ১৯৭৬ সালে মহিলাদের প্রথম টেস্ট সিরিজের নেপথ্যেও সেই মহেন্দ্র কুমার শর্মা।