‘দিদি’কে দেখতে পথের ধারে ভিড়, মমতা থামলেন খুদের হাত থেকে ফুলের গোছা নিতে
আইপ্যাকে ইডি-হানার প্রতিবাদে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল তৃণমূলের।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮
Share:
Advertisement
রাস্তার আন্দোলন থেকে তাঁর উত্থান। মিছিল শুরুর আগে মমতা বললেন, ‘রাস্তাই রাস্তা’। ৮ জানুয়ারি আইপ্যাক দফতর আর ভোটকুশলী সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান। আর তার পর দিনই প্রতিবাদ মিছিলে তৃণমূল কংগ্রেস। সামনের সারিতে খোদ দলনেত্রী।