কাটছে না আতঙ্ক, ধার দেনা করে হলেও ওয়াটার পিউরিফায়ারেই ভরসা ভগীরথপুরাবাসীর
৩৮টি নতুন ডায়েরিয়ার কেস ধরা পড়েছে ভগীরথপুরায়। হাসপাতালে ভর্তি শতাধিক। পুরসভার কলের জলও যথেষ্ট পরিচ্ছন্ন নয়, অভিযোগ এলাকাবাসীর।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ২০:০৫
Share:
Advertisement
ভগীরথপুরায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরাবরাহ করছে পুরসভা। কিন্তু তাতেও ভয় কাটছে না। এখন ভরসা একমাত্র ওয়াটার পিউরিফায়ার। তাই অর্থকষ্টে থাকা সত্ত্বেও, ধার দেনা করেই ভগীরথপুরার মানুষ কিনছেন ওয়াটার পিউরিফায়ার।